ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইনজীবী আলিফ হত্যা: চট্টগ্রাম মহানগর বিএনপির ক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আইনজীবী আলিফ হত্যা: চট্টগ্রাম মহানগর বিএনপির ক্ষোভ ...

চট্টগ্রাম: আদালত ভবনসহ নগরের বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাস-নৈরাজ্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে যুক্ত বিবৃতিতে বলেন, পলাতক খুনি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী একের পর এক ষড়যন্ত্র করছে।

পতিত স্বৈরাচারের দোসরদের দ্বারা এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। আবহমান কাল যাবত এদেশের সব ধর্ম বর্ণের মানুষের মাঝে যে উজ্জ্বল সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান রয়েছে তা বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।

দেশের প্রচলিত আইনের দৃষ্টিতে দলমতনির্বিশেষে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, নগরীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেকোনো সহযোগিতা করতে চট্টগ্রাম মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা বদ্ধপরিকর। জনগণের জানমাল রক্ষা ও দেশবিরোধী যেকোনো তৎপরতা রুখে দিতে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা সর্বদা সজাগ ও সচেষ্ট রয়েছে।

তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বর্বরতম উপায়ে আইনজীবী আলিফকে হত্যায় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক হানাহানির পর্যায়ে না নিয়ে ধর্মবর্ণনির্বিশেষে সবাই মিলে সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে  এলাকাভিত্তিক প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীসহ নগরবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।