চট্টগ্রাম: রাউজানে রুপা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রুপা আক্তার উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।
জানা যায়, ২০১৬ সালে সাদ্দাম হোসেনের সঙ্গে রুপার বিয়ে হয়।
নির্যাতনের কারণে রুপা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছেন তাঁর চাচা বদিউল আলম।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শহীদুল ইসলাম জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের বিমের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদেন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
পিডি/টিসি