ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোরিয়ান ইপিজেড পরিদর্শনে সিআইইউ’র শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
কোরিয়ান ইপিজেড পরিদর্শনে সিআইইউ’র শিক্ষার্থীরা ...

চট্টগ্রাম: আনোয়ারায় রপ্তানি প্রক্রিয়াকরণ শিল্পাঞ্চল কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) পরিদর্শন করেছেন চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) একদল শিক্ষার্থী।  

সম্প্রতি অনুষ্ঠিত পরিদর্শন কার্যক্রমে সিআইইউ’র বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী সহ ৯০ জন অংশগ্রহণ করেন।

শিল্প-কারখানার অপারেশন কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা প্রদানের লক্ষ্যে এই কার্যক্রম আয়োজন করা হয়।  

সিআইইউ’র এই দলকে শুভেচ্ছা জানান কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান।

তিনি শিক্ষার্থীদের কেইপিজেডের কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে গিয়ে বলেন, শিল্পায়নের পাশাপাশি কেইপিজেড কর্তৃপক্ষ সবুজায়নের ওপর গুরুত্বারোপ করেছে। কেইপিজেডের মোট আয়তনের প্রায়  বায়ান্ন শতাংশ জায়গায় বনায়ন করা হয়েছে। এরইমধ্যে এখানে প্রায় চারশ প্রজাতির ২৭ লাখ গাছ রোপণ করা হয়েছে, যেখানে প্রায় ১৩৭ প্রজাতির পাখির অভয়ারণ্য হয়ে উঠেছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এখানে ২৭টি জলাধার নির্মাণ করা হয়েছে, যেখানে ৬শ মিলিয়ন বৃষ্টির পানি সংরক্ষণ করা সম্ভব হবে। ভবিষ্যতে এখানে একটি বিশ্বমানের হাসপাতাল এবং টেক্সটাইল ইনস্টিটিউট গড়ে উঠবে বলে তিনি জানান। এই ইপিজেড পূর্ণাঙ্গরূপে চালু হলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

পরে শিক্ষার্থীরা টেক্সটাইল, সৌর প্যানেল প্ল্যান্ট, আরএমজিসহ বিভিন্ন কারখানা সরেজমিন পরিদর্শন করেন। এসময় কেইপিজেড এর সিনিয়র কর্মকর্তারা শিক্ষার্থীর এই দলকে কারখানার অপারেশন সংক্রান্ত বিভিন্ন জটিল বিষয় বুঝতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।