ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাইফ পাওয়ারটেক গলফ টুর্নামেন্ট সম্পন্ন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
সাইফ পাওয়ারটেক গলফ টুর্নামেন্ট সম্পন্ন  ...

চট্টগ্রাম: ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দ্বিতীয় সাইফ পাওয়ারটেক গলফ টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ মিলিটারি একাডেমি কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার মো. শাহীদুল এমরান ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

 

এর আগে শুক্রবার টুর্নামেন্ট এর উদ্বোধন করেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার এবং ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও হিসাব) বিগ্রেডিয়ার জেনারেল রেজাউল করিম ও সাইফ পাওয়ারটেকের নির্বাহী পরিচালক (প্রশাসন ও লজিস্টিকস) মেজর (অব.) ফারুখ আহমেদ খান।  

টুর্নামেন্টে ১৯২ জন গলফার বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন।

বিভিন্ন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন মেজর নিহার রঞ্জন সরকার, ডা. আক্তার হোসেন, মিস মাহিয়া মহসিন উদ্দীন, মাস্টার মুহতাসিম ইসলাম। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।