ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘শিক্ষকদের পণ্ডিত মহাশয় বলা হতো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
‘শিক্ষকদের পণ্ডিত মহাশয় বলা হতো’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বৌদ্ধ একাডেমী পুরস্কার পাওয়া গুণীজনেরা আলোর বাতিঘর হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
 
বাংলাদেশ বৌদ্ধ একাডেমি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নগরীর প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চবি উপাচার্য আরও বলেন, ‘আগে শিক্ষকদের পণ্ডিত মহাশয় বলা হতো, সে মূল্যবোধের অবক্ষয় চলছে।
এ সময়ে তিনজন শিক্ষককে বৌদ্ধ একাডেমির পুরস্কার প্রদান নিঃসন্দেহে আলোর পথ দেখাবে। ’

‘পুরস্কার পাওয়া তিন গুণীজন স্বপ্নের ফেরীওয়ালা ছিলেন না, কর্মের মাধ্যমে তারা আমাদের স্বপ্ন দেখিয়েছেন’-মন্তব্য করেন চবি উপাচার্য।

বৌদ্ধ একাডেমি পুরস্কার পাওয়া তিন আলোকিত ব্যক্তি হলেন, অধ্যাপক ড. সুনীতি ভূষণ কানুনগো, অধ্যক্ষ ডা. দেবপ্রসাদ বড়ুয়া এবং অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া।

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট প্রেমাঙ্কুর বড়ুয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উদীচী, চট্টগ্রাম’র সহ-সভাপতি অধ্যাপক বাদল বরণ বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব সুজন কুমার বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন, সিদ্ধার্থ বড়ুয়া ও অধ্যক্ষ শিমুল বড়ুয়া।

অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর মহাসচিব আশীষ কুমার বড়ুয়ার সঞ্চালনায় সভায় পুরস্কারপ্রাপ্ত তিন জনের সম্মানে অভিনন্দন স্মারক পাঠ করেন অমিতাভ’র সম্পাদক শ্যামল চৌধুরী, আলোকচিত্রী রঞ্জন বড়ুয়া ও সংস্কৃতিকর্মী দীপায়ন বড়ুয়া। অনুষ্ঠানে পুরস্কার পাওয়া তিন গুণিজন তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। এতে অধ্যাপক শিশির বড়ুয়া সম্পাদিত একাডেমির মুখপত্র ‘বুড্ডিস্ট একাডেমী জার্নাল’ প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।