হোটেল সোনারগাঁও (ঢাকা) থেকে: দেশের সমৃদ্ধির স্বর্ণদ্বার খ্যাত চট্টগ্রাম বন্দরে ২০ লাখ (দুই মিলিনয়) কনটেইনার হ্যান্ডলিং করায় সাফল্যের সনদ দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।
রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওতে আনুষ্ঠানিকভাবে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এ সনদ তুলে দেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের হাতে।
নৌমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ ২০১৫ সালে দেশের প্রধান সমুদ্রবন্দরের ২০ লাখ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ লতিফ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায় প্রমুখ।
অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, নৌ পরিবহন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১৫ সাল শেষ হওয়ার তিন দিন বাকি থাকতেই সোমবার (২৮ ডিসেম্বর) ২০ ফুট দীর্ঘ (টিইইউস) ২০ লাখ ৮ হাজার ৪৪৫টি কনটেইনার হ্যান্ডলিং করে দেশের প্রধান এ সমুদ্রবন্দর। ২০১৪ সালে চট্টগ্রাম বন্দর ১৭ লাখ ৩১ হাজার ২১৯ কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল। প্রবৃদ্ধি হয়েছিল ৯ দশমিক ৬ শতাংশ। ২০১৫ সালে তিন দিন বাকি থাকতেই বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৭ শতাংশ। যা বিগত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
টিসি