ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মানবিকে পড়ে টেকনিশিয়ান

মেট্রোপলিটন হাসপাতালকে ৮ লাখ টাকা জরিমানা

স্ট‍াফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
মেট্রোপলিটন হাসপাতালকে ৮ লাখ টাকা জরিমানা ছবি : সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অনুমোদন না নিয়ে আইসিও (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চালানো, ল্যাবে যোগ্য জনবল না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে নগরীর জিইসি এলাকায় অবস্থিত মেট্রোপলিটন হাসপাতালকে ৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাসপাতালটিতে অভিযান চালায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালে ল্যাবের মধ্যে যে টেকনিশিয়ান রয়েছেন তিনি মানবিক থেকে পাস করা।
এছাড়া হাসপাতালের প্যথলজি ল্যাবের মেশিনটিতেও সমস্যা রয়েছে। পাশাপাশি হাসপাতালের সঙ্গে সংযুক্ত ফার্মেসিতে কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া গেছে।   আইসিইউ পরিচালনা করলেও সেটির অনুরোমদন নেই। ’

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।