চট্টগ্রাম: অনুমোদন না নিয়ে আইসিও (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চালানো, ল্যাবে যোগ্য জনবল না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে নগরীর জিইসি এলাকায় অবস্থিত মেট্রোপলিটন হাসপাতালকে ৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাসপাতালটিতে অভিযান চালায় র্যাব।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালে ল্যাবের মধ্যে যে টেকনিশিয়ান রয়েছেন তিনি মানবিক থেকে পাস করা।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
টিএইচ/টিসি