চট্টগ্রাম: পটিয়া উপজেলার বুদপুরা গ্রামের দুলুমিয়া সওদাগর বাড়িতে পুকুরে ডুবে মো.আলী হোসেন নামে এক কৃষকের মুত্যু হয়েছে। এছাড়া অজ্ঞান অবস্থায় আরো দুইজনকে উদ্ধার করা করেছে এলাকাবাসী।
আলী হোসেন দুলুমিয়া সওদাগর বাড়ির মৃত দুলু মিয়ার দ্বিতীয় সন্তান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে দুলুমিয়া সওদাগর বাড়ির পুকুরে কচুরি পানা পরিস্কার করতে নামে তিনজন। ঠান্ডাজনিত কারণে আলী হোসেন পুকুরে ডুবে যান। তাকে খুঁজতে গিয়ে বাকি দুইজনও ঠান্ডায় অজ্ঞান হয়ে পড়েন।
পরে দুপুর দেড়টার দিকে গ্রামের লোকজন আলী হোসেনের মৃতদেহ উদ্ধার করে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, রোববার সকালে বাড়ির পুকুরের কচুরি পানা পরিস্কার করতে নামেন। ঠান্ডাজনিত কারণে আলী হোসেন মারা যায়। বাকি দুইজন অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এমইউ/টিসি