ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এইচপিএল’র চতুর্থ আসরের উদ্বোধন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
এইচপিএল’র চতুর্থ আসরের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার সফিনগর হিম্মৎ চৌধুরী বাড়ি প্রিমিয়ার লীগের চতুর্থ আসর শুরু হয়েছে। শুক্রবার খেলার উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা যুবলীগের সদস্য মো.নাছির উদ্দিন।



মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমানে খোদ্দামুল মোসলেমিন শারজাহ শাখার সাধারণ সম্পাদক মো.আরিফুল ইসলাম চৌধুরী আজম।

ধলই ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, ডা.পলাশ চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


উদ্বোধনী খেলায় অংশ নেয় ডিএইচ নাইট রাইডার ও অলওয়েস গেইনার। পরে বিকেলে দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় রক স্টার কিংস ও এইচসিবি উইনার। চারটি দল মোট তিনটি করে খেলার সুযোগ পাবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনাল খেলায় মুখোমুখি হবে আগামী শুক্রবার(৮ জানুয়ারি)।  

শরীর ও মন প্রফুল্ল রাখতে খেলার কোন বিকল্প নেই উল্লেখ করে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় খেলা ক্রিকেট। এই খেলার মাধ্যমেই বিশ্বকে জয় করা যায়। তাই ক্রিকেট খেলার চর্চার মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এমইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।