ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘কৃষি খাতে নতুন প্রযুক্তি উদ্ভাবন সময়ের দাবি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
‘কৃষি খাতে নতুন প্রযুক্তি উদ্ভাবন সময়ের দাবি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেছেন, ‘আগামী দিনে জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের এমনভাবে বিপর্যস্ত করবে যে, নতুন নতুন প্রযুক্তি দিয়ে তা মোকাবেলা করতে হবে।   এ জন্য কৃষি খাতে নতুন প্রযুক্তি উদ্ভাবন সময়ের দাবি।



রোববার সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী শিক্ষাবর্ষ সমারম্ভের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


গুসি শান্তি পুরস্কার লাভ করায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাইখ সিরাজকে সংবর্ধনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরোজকান্তি সিংহ হাজারী,  ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রক্টর অধ্যাপক গৌতম কুমার দেবনাথ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কবিরুল ইসলাম খান।

সভাপতির বক্তব্যে ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ হলো গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণ করা। এ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ও গবেষণার উপযুক্ত পরিবেশ রয়েছে। নবাগত শিক্ষার্থীরা শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে থেকে তাদের মূল্যবান সময় কাজে লাগালে কর্মজীবনে এর সফলতা পাবে। ’

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
টিএইচ/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।