চট্টগ্রাম: টেবিলের ওপর থরে থরে সাজানো নকশি, চিতই, পাটিসাপটা, গোলাপ, ভাপা, মাখন কচি, বরই, কলা, তারা, জামাইবরণসহ গ্রামবাংলার হরেক রকম পিঠাপুলি। দর্শকরা ঘুরে ঘুরে পিঠা দেখছেন, কেউ বা স্বাদও নিচ্ছেন।
শুক্রবার ডিসি হলে পিঠা উৎসবে এমন দৃশ্য চোখে পড়ে। দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে শতায়ু অঙ্গন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এ উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শতায়ু অঙ্গনের সভাপতি মনসুর আহমেদ প্রমুখ।
মেজবাহ উদ্দিন বলেন, ‘বাহারি পিঠা তৈরি আমাদের সংস্কৃতির অংশ। এ দেশে সামাজিক, পারিবারিক ও ধর্মীয় উৎসবে পিঠার প্রচলন বেশ পুরোনো। এ রকম আয়োজন আমাদের গ্রামবাংলার সংস্কৃতিকে মনে করিয়ে দেয়। ’
শুক্রবার বিকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
টিএইচ/এআর/টিসি