ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ধানের শীষ’ নিয়ে ধূম্রজাল সীতাকুণ্ডে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
‘ধানের শীষ’ নিয়ে ধূম্রজাল সীতাকুণ্ডে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মো. শাহরিয়ার হোসেন চৌধুরী

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার সময় শেষ হলেও সীতাকুণ্ড আসনে ‘ধানের শীষ’ প্রতীক কে পাচ্ছেন তা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

বিএনপির প্রার্থী দুই ভাই মো. আসলাম চৌধুরী ও মোহাম্মদ ইসহাক চৌধুরীর মধ্যে ব্যালটে কার নামের পাশে ‘ধানের শীষ’ থাকবে এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

>> বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন না মঞ্জুর
>> ১৪টি আসনের ব্যালট পেপার এসেছে

শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে মো. আসলাম চৌধুরীর বিশেষ আমমোক্তার নামা মূলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি মোহাম্মদ ইসহাক কাদের চৌধুরীর ছেলে মো. শাহরিয়ার হোসেন চৌধুরী সংবাদ সম্মেলন করে বিষয়টি তুলে ধরেন।

এ সময় কারাগারে থাকা আসলাম চৌধুরীর কর আইনজীবী সৌরভ হোসেনও উপস্থিত ছিলেন।

মো. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, আসলাম চৌধুরীর মনোনয়ন রিটানিং অফিসার বাতিল ঘোষণার পর নির্বাচন কমিশন বরাবর আপিল করা হয়।

৫ ডিসেম্বর প্রথমে প্রার্থিতা বৈধ ঘোষণা হলেও রাত ৩টায় আবেদন না মঞ্জুর হয়। এরপর হাইকোর্ট ১৩ ডিসেম্বর প্রার্থিতা বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। এরপর নির্বাচন কমিশন আপিল করলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে প্রার্থিতা বহাল রাখেন।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমও একজন ঋণখেলাপি।

সৌরভ হোসেন বলেন, আমরা এখনো জানি না সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী কে। তাই প্রচার-প্রচারণায়ও বিভ্রান্তিতে রয়েছি।   

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।