ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচন সুষ্ঠু হলে শাহাদাতও জিতবে: খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
নির্বাচন সুষ্ঠু হলে শাহাদাতও জিতবে: খসরু সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বন্দর-পতেঙ্গা (চট্টগ্রাম-১১) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সারা দেশে ধানের শীষের প্রার্থীদের মতো কারাবন্দী ডা. শাহাদাত হোসেনও জয়ী হবেন।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেলে নগরের বাদশা মিঞা সড়কে শাহাদাতের বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, সরকার নির্বাচনে জিততে মরিয়া।

এভাবে জনগণকে বাইরে রেখে নির্বাচনে জিতে তারা কি মুখ দেখাতে পারবেন? ২০১৪ সালের নির্বাচনের মতো আবারও তাদের শুনতে হবে অবৈধ সরকারের তকমা।

তিনি বলেন, আমার বিশ্বাস ৩০ ডিসেম্বর জনগণ নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাতের পক্ষে রায় দেবে।

সংবাদ সম্মেলনে মো. নুরুল আলমবিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে রাঙ্গুনিয়া (চট্টগ্রাম-৭) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মো. নুরুল আলম অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার দিন থেকে শুক্রবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত ৪০ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। শুধু তাই নয়, এলাকাবাসী যারা ধানের শীষের সমর্থক আছেন তাদেরও সরকারি দলের সমর্থক ও পুলিশ ভয়-ভীতি দেখাচ্ছে ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।