ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযোদ্ধা ফজলুল হকের মৃত্যুবার্ষিকী কাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
মুক্তিযোদ্ধা ফজলুল হকের মৃত্যুবার্ষিকী কাল

চট্টগ্রাম: মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক চেয়ারম্যানের ৩১তম মৃত্যুবার্ষিকী সোমবার (৭ জানুয়ারি)।

১৯৮৭ সালের এই দিনে রাউজানের বাসভূমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

ফজলুল হক ১৯৪৭ সালে দেশ বিভাগ আন্দোলন, ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৮ সালে শিক্ষা আন্দোলন, ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান, ১৯৭০ সালে সাধারণ নির্বাচন ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ রাউজান থানা গঠনেও তার অবদান ছিল। ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করেন।

রাউজান চেয়ারম্যান সমিতিরও সভাপতি ছিলেন ফজলুল হক।

১৯৩২ সালের ১৭ জুলাই রাউজানের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এ কে ফজলুল হক। তিনি রাউজান থানায় শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালনকারী ‘বড় মাস্টার’ খ্যাত ওচমান আলী মাস্টারের পুত্র।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।