এ উপলক্ষে রোববার (০৬ জানুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে তাদের দফতরও বণ্টন করে দেওয়া হয়েছে।
রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।
ঘোষিত মন্ত্রিসভার তালিকায় চট্টগ্রাম অঞ্চল থেকে স্থান পেয়েছেন চারজন।
বীর বাহাদুর উ শৈ সিং পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব, ড. হাছান মাহমুদ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলই সংসদে একমাত্র নতুন মুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এসকে/টিসি