ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চাঁদা দাবি করায় গণপিটুনিতে ‘সন্ত্রাসীর’ মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
চাঁদা দাবি করায় গণপিটুনিতে ‘সন্ত্রাসীর’ মৃত্যু গণপিটুনিতে মৃত্যু হওয়া সন্ত্রাসী। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজারে মহিউদ্দিন সোহেল (৩৫) নামে স্থানীয় এক ব্যক্তি গণপিটুনিতে মারা গেছে।

সোমবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সোহেল দক্ষিণ খুলশী এলাকার আবদুল বারিকের ছেলে।

এসময় সোহেলর সহযোগী রাসেল নামে একজনকেও মারধর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, তার চাঁদাবাজিতে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা অতিষ্ঠ ছিলেন।

চাঁদা না দিলে, মালামাল লুট ও ক্রেতাদের কাছ থেকে টাকাও কেড়ে নিতো সোহেল নামে ওই সন্ত্রাসী। সে মূলত বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করতো। আজকেও চাঁদা দাবি করতে এসে এক ব্যবসায়ীকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে সোহেলসহ সহযোগীদের গণপিটুনি দেন স্থানীয় ও ব্যবসায়ীরা।   

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করায় গণপিটুনিতে তার মৃত্যু হয়।   মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।   

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।