ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জুটের গুদামে আগুন, ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
জুটের গুদামে আগুন, ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

চট্টগ্রাম: নগরের আতুরার ডিপু এলাকায় জুটের গুদামে অগ্নিকাণ্ডের ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ১১টি গাড়ি ১২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর সাড়ে ৫টার দিকে নগরের আতুরার ডিপু এলাকায় আনোয়ার হোসেনের মালিকানাধীন নাজিরিয়া ওয়েল মিল নামক একটি প্রতিষ্ঠানে আগুনের সুত্রপাত। নামে ওয়েল মিল হলেও প্রতিষ্ঠানটি মূলত জুটের গুদাম হিসেবে ব্যবহৃত হতো।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত হয়নি। তবে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।