ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শহীদজায়া মুশতারী শফীর কফিনে আ.লীগের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
শহীদজায়া মুশতারী শফীর কফিনে আ.লীগের শ্রদ্ধা শহীদজায়া বেগম মুশতারী শফীর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা।

চট্টগ্রাম: বরেণ্য সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, শহীদজায়া বেগম মুশতারী শফীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নগর আওয়ামী লীগ।

বুধবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফুল দিয়ে মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য শফর আলী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, নির্বাহী সদস্য অমল মিত্র, আবদুল লতিফ টিপু, বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের ফিরোজ আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের গিয়াস উদ্দিন, সলিমুল্লাহ বাচ্চু, অ্যাডভোকেট আইয়ুব খান প্রমুখ।  

নগর আওয়ামী লীগ এক শোক বার্তায় জানায়, বেগম মুশতারী শফী আমাদের স্বাধীনতাযুদ্ধের ইতিহাসের একটি হীরন্ময় খণ্ড।

তাঁর এনায়েতবাজারের বাসভবন থেকেই স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র প্রতিস্থাপনের মন্ত্রণা শুরু হয়। এখানে ছিলেন মুক্তিযুদ্ধের শব্দসৈনিকদের শুরুর সৈনিকগণ। এ বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচারিত হয়। এর পরের ইতিহাস আমরা সবাই জানি। বেগম মুশতারী শফী’র নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনাকে সংরক্ষণে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে যে কর্মকাণ্ড হয়েছিল তার পুরোভাগে ছিলেন বেগম মুশতারী শফী। তিনি বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ সজ্জন ছিলেন। তাঁর মৃত্যুতে বাঙালি জাতি স্বজন হারানোর বেদনায় ক্ষতবিক্ষত।

>> শহীদজায়া মুশতারী শফীকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ঢল

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।