ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযুদ্ধের চেতনার ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
মুক্তিযুদ্ধের চেতনার ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে হবে বক্তব্য দেন হেলাল আকবর চৌধুরী বাবর

চট্টগ্রাম: মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নগরের ২২ নম্বর এনায়েত বাজার রানীর দীঘির পাড়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী শীর্ষক আলোচনা সভার আয়োজন করে একতা সংঘ নন্দনকানন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় সংগঠনের সহ-সভাপতি এমএ জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মিথুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।

বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মাহবুবুর রহমান,  স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম, মাহমুদুল করিম ও আনোয়ার হোসেন পলাশ।

হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বিজয়ের সুবর্ণজয়ন্তীতে উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে অদম্য বাংলাদেশ।

এদেশে স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। বিজয়ের ৫০ বছরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের হাত ধরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দুর্বার সাহসিকতায়।

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মহান মুক্তিযুদ্ধের চেতনার ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে হবে। তবেই গড়ে উঠবে সমৃদ্ধির বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, হাসমত খান আতিফ, আহাদ হাসান জিসান, নাজিম উদ্দীন, রেজাউল করিম, সাফায়েত হোসেন রাজু, শুভ দাশ, রাকিব উদ্দীন, ইয়াসির আরাফাত রিকু, শুবল বড়ুয়া, রুবেল উদ্দীন, মো. তামিম, যুবরাজ দাশ, গোবিন্দ দত্ত, রাশেদুল ইসলাম, মো. জাহেদ অভি, নুর আলম, মো. আবিদ, রোবন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।