ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যালট পেপার ছিনিয়ে নিল দুর্বৃত্তরা, পটিয়ার ৩ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
ব্যালট পেপার ছিনিয়ে নিল দুর্বৃত্তরা, পটিয়ার ৩ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ...

চট্টগ্রাম: ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ঘটনায় পটিয়ায় দুই ইউনিয়নের তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরাফাত আল হোসাইনী।

 

তিনি বাংলানিউজকে বলেন, ছনহরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রমেশ ফনিন্দ্র স্মৃতি পাঠাগার ও ৮ নম্বর ওয়ার্ডের ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং জিরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাঁইদার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে। এসব কেন্দ্রগুলোতে পাঠানো ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

 

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে।  

নির্বাচনে ছনহরা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৮১ জন এবং নারী ভোটার ৫ হাজার ৯৮৪ জন। এছাড়া জিরি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৮১৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৯০ জন এবং নারী ভোটার ১৩ হাজার ৬২৭ জন।  

চতুর্থ দফা ইউপি নির্বাচনে চট্টগ্রামে ২৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।