ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় ভোট দিতে না পেরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রার্থী 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
পটিয়ায় ভোট দিতে না পেরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রার্থী  ...

চট্টগ্রাম: নিজের ভোট দিতে না পেরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে তিনি এ ঘোষণা দেন।

আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম জেলা বিএনপি’র নেতা।

শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে তিনি উল্লেখ করেন, ‘আমি মো. শফিকুল ইসলাম ৫ নম্বর হাবিলাসদ্বীপ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু নির্বাচনের আগের দিন আমার ঘরে বারবার পুলিশি অভিযান, কর্মীদের একতরফাভাবে গ্রেফতার, কোনও কেন্দ্রে আমার এজেন্ট বসতে না দেওয়া, একতরফা নৌকা প্রতীকে ভোটগ্রহণ এবং আমার নিজের ভোট পর্যন্ত দিতে না পারায় আমি এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম’।  

চিরকুটের বিষয়টি নিয়ে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চিরকুটটি নিজের বলে নিশ্চিত করেন।  

প্রসঙ্গত, হাবিলাসদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট বর্জন করা স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ফৌজুল কবির। এ ইউনিয়নে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৭৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৬৭ জন এবং নারী ভোটার ৮ হাজার ৯৭১ জন।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।