ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিকে দুদকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
চসিকে দুদকের অভিযান ...

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সৌন্দর্যবর্ধনে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৬ ডিসেম্বর) দুুপুরে দুদকের একটি টিম চসিক কার্যালয়ে যায়।

সেখানে কর্মকর্তাদের সঙ্গে দুদক কর্মকর্তারা সুনির্দিষ্ট বেশ কয়েকটি অভিযোগ নিয়ে কথা বলেন। যাচাই করা হয় নথিপত্র।
এ অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের-১ এর উপ-পরিচালক মো. আবু সাঈদ।

দুদক সূত্র জানায়, চসিকের সৌন্দর্যবর্ধনে অনিয়মের বিভিন্ন দুর্নীতি-অনিয়মের অভিযোগ রয়েছে। মূল্যে টেন্ডার, এক প্রতিষ্ঠানকে একাধিক কাজ দেওয়ার অভিযোগের বিষয়ের অভিযান চালানো হয়েছে। এ সময় বিগত বছরে নগরের সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়।

উপ-পরিচালক মো. আবু সাঈদ বাংলানিউজকে বলেন, নগরের সৌন্দর্যবর্ধনে অনিয়মের বিষয়ে দুদকের হটলাইন নম্বর ১০৬ এ অভিযোগ করা হয়। সৌন্দর্যবর্ধন প্রকল্পের বিভিন্ন নথিপত্র যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। সেটা প্রতিবেদন আকারে ঢাকায় পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।