ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদা থেকে ৫ হাজার মিটার ভাসান জাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
হালদা থেকে ৫ হাজার মিটার ভাসান জাল জব্দ  ...

চট্টগ্রাম: হালদা নদীর মদুনাঘাট এলাকা থেকে ৫ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। পরে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।

 

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।  

নৌ পুলিশের এসআই আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, অসাধু চক্র হালদার বিভিন্ন স্থানে জাল ফেলার পাঁয়তারা করছে।

অন্য দিকে নৌ পুলিশের গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। গোয়েন্দা পুলিশের তথ্য মতে আমরা হালদা নদীর মদুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছি। পরে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।