ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় অভিযানে ৩টি নৌকা জব্দ, ১০ হাজার টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
হালদায় অভিযানে ৩টি নৌকা জব্দ, ১০ হাজার টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান চালিয়ে তিনটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা।

 

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে হালদা নদীর বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাশহাট এলাকা থেকে শুরু করে মেখল ইউনিয়নের ছত্তারঘাট এলাকায় শেষ করা হয়।

জানা গেছে, হালদা নদীর ছত্তারঘাট বালুরটাল এলাকা থেকে ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। নৌকাগুলো অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত হয়। আটক ইঞ্জিন জব্দ করে উপজেলা প্রশাসনের জিম্মায় নিয়ে আসা হয়। নৌকা স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বারের জিম্মায় দেওয়া হয়েছে। নৌকার মালিকদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।  

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, হালদায় নিয়মিত অভিযানের মাধ্যমে মা-মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।