ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির রিসার্চ ইনস্টিটিউটে ঝুলছে ১২ ফুট দৈর্ঘের অজগর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
চবির রিসার্চ ইনস্টিটিউটে ঝুলছে ১২ ফুট দৈর্ঘের অজগর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সমাজ বিজ্ঞান রিসার্চ ইনস্টিটিউটের ভেতর থেকে ১২ ফুট দৈর্ঘের একটি অজগর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে অজগরটি উদ্ধার করেন চবির প্রাণিবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুর ১টার দিকে অজগরটি দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা আমাদের খবর দিয়েছে৷ আনুমানিক ৩টার দিকে আমরা ১২ ফুট দৈর্ঘের এবং ১৮ কেজি ওজনের অজগরটি উদ্ধার করে চবির জীববিজ্ঞান অনুষদের পাশে একটি পাহাড়ে অজগরটিকে ছেড়ে দিই। সাপটি খাবার সংগ্রহে পাহাড় থেকে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চবি নিরাপত্তা দফতরের প্রধান আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, খবর পাওয়ার সাপটি উদ্ধারে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের খবর দিই। তারা এসে অজগরটি উদ্ধার করে। সাপটি নিরাপদ দূরত্বে ছেড়ে দেওয়া হয়েছে।


বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।