ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গ্রেফতার, হয়রানিতে নাগরিকের নিরাপত্তা হুমকিতে : আমির খসরু 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
গ্রেফতার, হয়রানিতে নাগরিকের নিরাপত্তা হুমকিতে : আমির খসরু 

চট্টগ্রাম: কোনো কারণ ছাড়া গ্রেফতার করে হয়রানি করার কারণে সাধারণ নাগরিকের নিরাপত্তা হুমকিতে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া সাবেক ছাত্রদল নেতা ইলিয়াস খানের পরিবারের সদস্যদের সঙ্গে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে সাক্ষাৎ করে এ মন্তব্য করেন।

 

এসময় তিনি বলেন, সাবেক ছাত্রদল নেতা ইলিয়াসের গ্রেফতার সরকারের হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ। এভাবে গ্রেফতার রহস্যজনক।

এর পিছনে কারা জড়িত তা খুঁজে বের করা দরকার। এভাবে গ্রেফতার করে হয়রানি করার কারণে সাধারণ নাগরিকের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।  

তিনি ইলিয়াসের নিঃশর্ত মুক্তি দাবি করেন।  

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মঞ্জুর আলম চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, আকবর শাহ বিএনপির সভাপতি আবদুস সাত্তার সেলিম, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মাইনু, নুর আকবর কাজল, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, বিএনপি নেতা জমির উদ্দীন, হাবিবুর রহমান, শহিদুল্লাহ বাহার, সিরাজ উদ্দিন, তরিকুল ইসলাম তানভির, হাসান মাহমুদ, মোহাম্মদ তৌসিফ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।