ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ের ৫ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
রেলওয়ের ৫ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা ...

চট্টগ্রাম: ক্ষমতার অপব্যবহার করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের ৫ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুনীতি দমন কমিশন (দুদক)।  

বুধবার ( ২৯ ডিসেম্বর) বিকেলে দুনীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মো. আবু সাঈদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

মামলার আসামিরা হলেন- রেলেওয়ের সাবেক প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) ও রেলওয়ে ট্রেনিং একাডেমির রেক্টর মো. আনোয়ার হোসেন, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী (সদর পূর্ব) তাকি আল যাওয়াদ, রেলওয়ের এফএ অ্যান্ড সিএও-ই কামরুন নাহার, বাংলাদেশ রেলওয়ের এসএসএই/ইলেক/টিএল শাহ আলম, এসএসএই/ইলেক পাহাড়তলী আবুল কালাম আজাদ ও মেসার্স চৌধুরী অর্নব অ্যাসোসিয়েটসের মালিক চৌধুরী শরাফাত করিম।

 

মো. আবু সাঈদ বাংলানিউজকে বলেন, রেলওয়ের ৫ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলা নম্বর ৩২।  

বাংলাদেশ সময়: ২১২৮  ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।