ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ৭৬ জনের করোনা শনাক্ত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
চট্টগ্রামে ৭৬ জনের করোনা শনাক্ত  ...

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩০টি নমুনা পরীক্ষা করে ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৯৬ শতাংশ।

এদিন করোনায় মৃত্যু হয়নি কারও।

শনিবার (৮ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৭১ জন মহানগর এলাকার ও ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৯৮০ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৫৭৫ জন এবং উপজেলায় ২৮ হাজার ৪০৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৩৩ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।