চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান পরিচালনা করে ২টি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, নৌকা দুটি ছত্তারঘাট এলাকায় বালু বোঝাই করছিল।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার জাল ও হালদার মা মাছ কিংবা ডলফিনের জন্য ক্ষতিকর যে কোনও বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে। সবাইকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
বিই/এসি/টিসি