ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টিকা সনদ না দেখে খাবার পরিবেশন: ৪ রেস্টুরেন্টকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
টিকা সনদ না দেখে খাবার পরিবেশন: ৪ রেস্টুরেন্টকে জরিমানা চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে না চলা ও গ্রাহকদের টিকা সনদ না দেখে খাবার পরিবেশন করায় ৪টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।  এর মধ্যে সিআরবির তাসফিয়া গার্ডেনকে ৩ হাজার, স্টেডিয়াম এলাকার প্রিয়ন্তীকে ২ হাজার, সাব-জিরোকে ২ হাজার ও এস্টেরিয়াকে ৫০০ টাকাসহ মোট সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে শুক্রবার (২৮ জানুয়ারি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

চসিক সূত্রে জানা গেছে, অভিযানকালে গ্রাহকদের টিকা সনদ নিশ্চিত করার জন্য রেস্টুরেন্ট মালিকদের নিদর্শনা দেওয়া হয় এবং জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।  

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।