ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় অভিযান চালিয়ে ১৬ হাজার মিটার জাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
আনোয়ারায় অভিযান চালিয়ে ১৬ হাজার মিটার জাল জব্দ  ...

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার সাঙ্গু নদীর মোহনা ও বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৮টি বেহুন্দি জাল, ১১টি চিংড়ি পোনা ধরার জাল ও ৩টি পেকুয়া জাল জব্দ করা হয়েছে। জালগুলোর দৈর্ঘ্য ১৬ হাজার ৫০০ মিটার, যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

  

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদীর মোহনা ও বঙ্গোপসাগরে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী।  

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, ফিল্ড অফিসার আনোয়ারা বেগম, জাহেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন।

অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বগহিরা সাঙ্গু স্টেশন সহযোগিতা করে।

ফারহানা লাভলী বাংলানিউজকে বলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদীর মোহনা ও বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে অবৈধ ১৬ হাজার ৫০০ মিটার জাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৭ লাখ টাকা। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়রি ০২, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।