ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সদারঙ্গের জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শুরু বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
সদারঙ্গের জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শুরু বৃহস্পতিবার ...

চট্টগ্রাম: সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে পণ্ডিত বারীণ মজুমদার স্মরণে পঞ্চবিংশতিতম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন-২০২২ শুরু হচ্ছে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি)।  

সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে তিন দিনব্যাপী আট পর্বে আয়োজিত সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

অতিথি থাকবেন পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী। সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানে উচ্চাঙ্গ সংগীত বিষয়ক বাংলাদেশের একমাত্র নিয়মিত প্রকাশনা ‘সুরশৃঙ্গার’র রজতজয়ন্তী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়রি ০২, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।