ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টিসিজেএ’র শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
টিসিজেএ’র শীতবস্ত্র বিতরণ ...

চট্টগ্রাম: বিভিন্ন টেলিভিশনে কর্মরত অফিস সহকারী ওবং গাড়িচালকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম (টিসিজেএ)।

টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সাইমন আল মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ডা. শেখ সফিউল আজম।

বক্তব্য দেন টিসিজেএ সহ-সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক দিপঙ্কর দাস বাবু, নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ।   

ডা. শেখ সফিউল আজম বলেন, করোনার এ সংকটকালে টেলিভিশনে কর্মরত ক্যামেরা জার্নালিস্টরা প্রতিনিয়ত সচিত্র প্রতিবেদন তুলে ধরছেন দেশবাসীর কাছে।

মৃত্যুর ঝুঁকি নিয়ে পেশার প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করছেন। করোনাকালীন পুরো সময় চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সদস্যদের পাশাপাশি শীতবস্ত্র বিতরণসহ মানবিক কাজেও নিজেদের নিয়োজিত রেখেছেন।  

চট্টগ্রামে বিভিন্ন টেলিভিশনে কর্মরত অফিস সহকারী এবং গাড়িচালকদের পাশে থেকে মানবিক দৃষ্টান্ত স্থাপন করায় টিসিজেএ নেতাদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

এ সময় উপস্থিত ছিলেন টিসিজেএ অর্থ সম্পাদক আ. আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক এমরাউল কায়েস মিটু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়রি ০২, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।