ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় অভিযান: ২০টি ‘ফিক্সড ইঞ্জিন’ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
হালদায় অভিযান: ২০টি ‘ফিক্সড ইঞ্জিন’ উদ্ধার  হালদা নদীতে অভিযান

চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান চালিয়ে ২০টি ‘ফিক্সড ইঞ্জিন’ বা জাল বসানোর বাঁশের খুঁটি এবং ৩ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে নৌ থানা পুলিশ।  

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কচুখাইন ও হালদা-কর্ণফুলী মোহনা থেকে এসব জাল জব্দ করা হয়।

 

জানা গেছে, কচুখাইন ও হালদা-কর্ণফুলী নদীর মোহনা থেকে বেহুন্দী জাল বসানোর ২০টি ফিক্সড ইঞ্জিন এবং ৩ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে নৌ থানা পুলিশ। নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বাংলানিউজকে বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত কচুখাইন ও হালদা-কর্ণফুলী নদীর মোহনা থেকে এ ফিক্সড ইঞ্জিন ও ভাসান জাল জব্দ করা হয়েছে।  

এ ফিক্সড ইঞ্জিনগুলোর দুই পাশে ভাসান জাল টাঙানো হয়। জালসহ ফিক্সড ইঞ্জিনগুলো নদীর মধ্যে ডুবে থাকবে। জোয়ার-ভাটার মধ্যবর্তী সময়ে সামান্য অংশ ভেসে উঠে। ঠিক সে সময়ে তারা মাছ শিকার করে। বিশাল বিশাল বাঁশের নিচে পাথর বস্তা দিয়ে ফিক্সড ইঞ্জিনগুলো তৈরি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।