ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিজের অধিকার আদায়ে চালক-শ্রমিকের ঐক্য জরুরি: আ জ ম নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
নিজের অধিকার আদায়ে চালক-শ্রমিকের ঐক্য জরুরি: আ জ ম নাছির বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মোটরযান চালক-শ্রমিকের জীবনমান উন্নয়নে সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। তবে এ সেক্টরে জড়িতরা বিভিন্ন সংগঠনে বিভক্ত।

সংগঠনকে শক্তিশালী করতে হলে চালক-শ্রমিকদের ঐক্য জরুরি।  

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের (নিবন্ধন-চট্ট-২২৬০) নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. জসিম উদ্দিন, সামসুল ইসলাম আরজু, মো. কাজল ইসলাম, দেলোয়ার হোসেন, মো. আলমগীর হোসেন, মো জসিম উদ্দিন, মো. কাউছার, অ্যাডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু, মো. এনামুল হক, মো. সোহেল হক, মো. জাহাঙ্গীর আলম, মো. বাচ্চু, মো. নজরুল ইসলাম, মো. আবদুল হাই মিলন, মো. আলী, মো. বাচ্চু, সোলায়মান সুমন, মো. ফজলুল হক, মো. এয়াছিন মিয়াজী, ফেরদৌস জামান মুকুল, মো. মোস্তফা, মো. মোফাজ্জল হোসেন, মো. রাসেল হাওলাদারসহ বিভিন্ন থানা, স্ট্যান্ড ও শাখা কমিটির নেতারা বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।