ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাকরি ফিরে পেতে আবেদন চসিকের ৪০ প্রতিবন্ধী সেবকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
চাকরি ফিরে পেতে আবেদন চসিকের ৪০ প্রতিবন্ধী সেবকের ...

চট্টগ্রাম: সিটি করপোরেশনের (চসিক) চাকরিচ্যুত প্রতিবন্ধী পরিচ্ছন্নকর্মীরা প্রধানমন্ত্রী বরাবর চাকরি বহালের আবেদন জানিয়েছেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরিত এক দরখাস্তে এ আবেদন জানিয়েছেন তারা।

আবেদনপত্রে লেখা হয়, ‘আমরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ভিক্ষুক পূর্নবাসন কর্মসূচির আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশন সচিবালয় বিভাগের সাধারণ শাখার স্মারকের আলোকে ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি প্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত হই। দীর্ঘদিন সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার নির্দেশ মোতাবেক নগরের ৪১টি ওয়ার্ডের আওতায় ভিআইপি রোড, সরকারি অফিস, বিভিন্ন মার্কেট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশ-পাশে দিনের বেলায় ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলার জন্য দুই পালায় দায়িত্ব পালন করে আসছিলাম।

কিন্তু চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনের নির্দেশে উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ২০২১ সালের জানুয়ারি থেকে আমাদের ডিউটি এবং বেতন ভাতাদি কোনো কারণ উল্লেখ ছাড়াই বন্ধ করে রাখেন। পরবর্তীতে অসহায় প্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মীরা বিষয়টি নিয়ে চসিক প্রশাসকের বাসভবনে দেখা করেন। প্রশাসক মনগড়া যুক্তি দিয়ে বলেন, প্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মীদের কেউ কেউ চাকরি না করেই বেতন উত্তোলন করছেন, তাই সবার বেতন বন্ধ রাখা হয়েছে। ’

এ সময় পরিচ্ছন্নকর্মীরা এর প্রতিবাদ জানালে প্রশাসক উপস্থিত প্রতিবন্ধীদের ওপর ক্ষিপ্ত হয়ে গালাগাল করেন এবং প্রতিবন্ধীদের মারধর করার জন্য তেড়ে আসেন। পরবর্তীতে প্রশাসকের বাসভবনে কর্মরত চসিকের দায়িত্বরত সিকিউরিটি ফোর্স দিয়ে প্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মীদের অনেকটা গলাধাক্কা দিয়ে অপমান করে বের করে দেন। ’

‘পরবর্তীতে প্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মীরা বর্তমান নির্বাচিত মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মীদের চাকরিতে পুনর্বহালের জন্য বেশ কয়েকবার আবেদন করি প্রতিকার না পেয়ে প্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মীরা মেয়র মহোদয়ের বাসভবনে দেখা করার জন্য বারবার আবেদন করেও কোনো ফল পাননি। মেয়রের বক্তব্য, প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া প্রতিবন্ধী পরিচ্ছন্ন কর্মীদের চাকরিতে পুনর্বহাল কিংবা বেতন-ভাতা পুনরায় চালু করা কোনোভাবেই সম্ভব নয়। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।