ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোটি টাকা আত্মসাৎ, সভাপতি ও প্রধান শিক্ষক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
কোটি টাকা আত্মসাৎ, সভাপতি ও প্রধান শিক্ষক কারাগারে প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ কোটি ৬৫ লাখ ৬ হাজার ৯১৩ টাকা টাকা আত্মসাতের মামলায় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. মাহমুদুল হক পারভেজ ও প্রধান শিক্ষক (সাময়িক বরখাস্ত) মো. শফিকুর রহমান সিকদারের জামিন আবেদন না-মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ( ২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে না-মঞ্জুর করেন।

পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মো. মাহমুদুল হক পারভেজ (৫৩)। তিনি কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার নজু মিয়া লেনের মরহুম হারুন অর রশীদের ছেলে।

পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান সিকদার (৫৮)। তিনি সাতকানিয়া থানার পুরানগড় এলাকার সাইদুর রহমান সিকদারের ছেলে।  

আদালত সূত্রে জানা যায়, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব মো. বেলাল হোসেনের নেতৃত্বাধীন তদন্ত কমিটির ২০২০ সালের ১৬ মার্চ প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের দুর্নীতি, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়।

একই বছরের ২১ জুন বিদ্যালয়ের পরিচালনা পরিষদ বিলুপ্ত করা হয়। এরপর ৮ নভেম্বর বিদ্যালয় পরিচালনার জন্য এডহক কমিটি গঠন করা হয়। এডহক কমিটি ২০২১ সালের ১১ জানুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মো. শফিকুর রহমান সিকদারকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করা হয়। ২০২১ সালের ১০ মার্চ বিভাগীয় মামলায় গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান সিকদার ও পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মো. মাহমুদুল হক পারভেজ বিরুদ্ধেও পরস্পর যোগসাজসে অসদাচরণ, দুর্নীতি, জালিয়াতি, প্রতারণা, বিশ্বাসভঙ্গের মাধ্যমে বিদ্যালয়ের তহবিল হতে ২ কোটি ৬৫ লাখ ৬ হাজার ৯১৩ টাকা অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়। ২০২১ সালের ৫ মার্চ কোতোয়ালী থানায় সভাপতি ও প্রধান শিক্ষককে আসামি করে পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালযয়ের এডহক কমিটির সভাপতি মো. ফজলে আজিজ বাবুল বাদী হয়ে মামলা দায়ের করেন।  

বাদী পক্ষের আইনজীবী তপন কুমার দাশ বাংলানিউজকে বলেন, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালযয়ের ২ কোটি ৬৫ লাখ ৬ হাজার ৯১৩ টাকা টাকা আত্মসাতের মামলায় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. মাহমুদুল হক পারভেজ ও প্রধান শিক্ষক (সাময়িক বরখাস্ত) মো. শফিকুর রহমান সিকদারকে হাইকোর্ট ৬ সপ্তাহের জামিন দিয়েছিল। ৬ সপ্তাহের মধ্যে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছিলেন। আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।