ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশন, গুনতে হলো জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশন, গুনতে হলো জরিমানা  ...

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।

আবু রায়হান বাংলানিউজকে বলেন, হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার আল জামান রেস্টুরেন্ট, ফুলকলি এবং সৃজল সুইটসে মোবাইল ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।