ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে…

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে… ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে স্থানীয়দের মারধরের শিকার হয়েছেন রেলওয়ের প্রধান প্রকৌশলীসহ ৬ জন।

সোমবার (৭ মার্চ) সকালে সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

 হামলায় আহতরা হলেন- আরএনবির এসআই সোলায়মান (৩৭), বিদ্যুৎ বিভাগের ফোরম্যান মো. এনায়েত উল্লাহ (৪৫), বিদ্যুৎ বিভাগের ফিডার মিজানুর রহমান (৪৮), লাইনম্যান ইফতেখার উদ্দিন মেহেদি (২৮), ইলেকট্রিক খালাসি সুজন দাস (৩৫), ইলেকট্রিক আবুল কাশেম (৩৭) ও অস্থায়ী খালাসি মো. রফিক (২৩)। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সিআরবি রেলওয়ে হাসপাতালে ভর্তি আছেন ফোরম্যান এনায়েত উল্লাহ।

সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হোসাইন বাংলানিউজকে বলেন, গোয়ালপাড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায় রেলওয়ে কর্তৃপক্ষ। এসময় সেখানে প্রায় শ’খানেক মানুষ জড়ো হয়ে যায়। এক পর্যায়ে তাদের সাথে স্থানীয়দের বাগবিতণ্ডা শুরু হয়। মানুষের জটলা থেকে হঠাৎ তাদের ওপর হামলা চালানো হয়। এতে প্রকৌশলী এনায়েত উল্লাহ সহ কয়েকজন কর্মী আহত হন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

জানা গেছে, রেলওয়ে কর্তৃপক্ষ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে যাওয়ার আগে পুলিশকে অবহিত করেনি। তাদের সঙ্গে কোনও পুলিশ সদস্য ছিল না। যার কারণে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে স্থানীয়রা রেল প্রকৌশলীসহ কর্মীদের ওপর হামলা চালায়।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ৭ মার্চ, ২০২২
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।