ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেডিসনে প্রি রামাদান এক্সিবিশন ১০-১২ মার্চ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
রেডিসনে প্রি রামাদান এক্সিবিশন ১০-১২ মার্চ বক্তব্য দেন মানজুমা মোর্শেদ।

চট্টগ্রাম: চট্টগ্রামে শুরু হচ্ছে তিনদিনব্যাপী প্রেমস কালেকশন প্রেজেন্টস প্রি রামাদান এক্সিবিশন ২০২২ পাওয়ার্ড বাই ব্লিস হোম।  

পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের আয়োজনে ১০ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই এক্সিবিশন।

সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে  আয়োজন।

এক্সিবিশনে অংশ নিচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য ৭০ জন উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার, ব্র্যান্ড প্রতিষ্ঠান ও জুয়েলারি এক্সপার্ট।

এ নিয়ে সোমবার (৭ মার্চ) বেলা ১১টায় এক কনফারেন্সের আয়োজন করে আয়োজক প্রতিষ্ঠান এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশন।  

প্রতিষ্ঠানটির সিইও মানজুমা মোর্শেদ এ সময় বলেন, উদ্যোক্তা এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে এই এক্সিবিশন আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে উদ্যোক্তাদের বিগত বছরগুলোতে স্থবির হওয়া ব্যবসায় গতি আসবে। এক্সিবিশনে ৭০জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন।

তিনি আরো জানান, মেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে রেডিসন ব্লু হোটেলের নিজস্ব নিরাপত্তা কর্মীরা। এছাড়া করোনার কথা মাথায় রেখে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ৭ মার্চ, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।