ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতই মার্চ ছিল স্বাধীনতার মৌলিক ঘোষণা: ডা. ইসমাইল খান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
সাতই মার্চ ছিল স্বাধীনতার মৌলিক ঘোষণা: ডা. ইসমাইল খান  ...

চট্টগ্রাম: মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেছেন, সাতই মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতার মৌলিক ঘোষণা, বাংলার স্বাধীনতা, বাঙালির মুক্তির হালখাতা।  

সোমবার (৭ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সেমিনার হলে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনার ও জার্নালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ভৌগোলিক সীমারেখা শুধু স্বাধীনতা নয়। বঙ্গবন্ধুর ভাষণে মানুষের মুক্তি ও বাঁচার আকাঙ্ক্ষা-আকুতি সম্পূর্ণ পরিস্ফুটিত হয়েছিল।

যেকোনো সংগ্রাম, আন্দোলনে, অবিচার-অন্যায়ে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণেই সবাই মুক্তির অনুপ্রেরণা খুঁজে।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পরিচালক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ঐতিহাসিক সাতই মার্চের তাৎপর্য, ভূমিকা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের গৌরবময় অধ্যায়। বঙ্গবন্ধুর ভাষণ বাঙালির হৃদয়ের কথা শব্দ বুলেটের মাধ্যমে বর্জকণ্ঠে ধ্বনিত হয়েছিল।

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, ডা. শফিউল আজম, ডিন অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, ডিন অধ্যাপক মনোয়ার উল হক শামীম, ডা. অধ্যাপক আকরাম পারভেজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরিন, ডা. আইরিন সুলতানা প্রমুখ।  

অনুষ্ঠানে অতিথিরা চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সায়েন্টিফিক জার্নালের মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ৭ মার্চ, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।