ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গহীন পাহাড়ে পথ হারিয়েছিলেন তারা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
গহীন পাহাড়ে পথ হারিয়েছিলেন তারা  ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের গহীন পাহাড়ে ঝরনা দেখতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলেন ১৭ জন পর্যটক। পরে ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চান তারা।

খবর পেয়ে পুলিশ স্থানীয় লেকজনের সহায়তায় তাদের উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে পন্থিছিলা এলাকার ঝরঝরি ঝরনা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে ১৭ জন পর্যটক ঝরঝরি ঝরনা দেখতে সীতাকুণ্ডে আসেন। পন্থিছিলা এলাকা থেকে দুই ঘণ্টা হেঁটে দুর্গম ঝরনার অবস্থান। দিনের আলোতেই ওই এলাকা ঘুরে আসতে হয়। কিন্তু পর্যটকরা পাহাড়ে রাতে থাকতে চেয়েছিলেন। এদের মধ্যে ৪ জন দলছুট হয়ে পথ হারিয়ে ফেলেন। পরে অন্যরা ৯৯৯ নম্বরে ফোন করেন। বিষয়টি জেনে রাতেই স্থানীয়দের সহায়তায় সবাইকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।