ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গোয়ালপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
গোয়ালপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া এলাকায় রেলওয়ের উচ্ছেদ অভিযান চলছে।  

রোববার (২০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

রেলওয়ে পূর্বাঞ্চল সদর দফতর সিআরবি সংলগ্ন গোয়ালপাড়া এলাকায় রেলওয়ের জায়গা দখলে নিয়ে প্রায় ২ হাজার অবৈধ বসতঘর ও দোকানপাট গড়ে ওঠে। এসব স্থাপনা উচ্ছেদে চলমান অভিযান বিকেল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ২০ জন, সিএমপির ১৪০ জন সদস্য সহযোগিতা করছেন। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ মাহাবুবুল করিম, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা শাকের আহমেদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট শফিকুর রহমান, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. শহিদুজ্জামান প্রমুখ।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ মাহাবুবুল করিম বাংলানিউজকে বলেন, সকাল থেকে আমাদের অভিযান শুরু হয়েছে। চলবে বিকেল পর্যন্ত। এ পর্যন্ত ৫শ এর অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান সোমবারও অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ২০ মার্চ, ২০২২
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।