ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রমজানে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের ৫ টিম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
রমজানে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের ৫ টিম ...

চট্টগ্রাম: রমজানে ভোগ্যপণ্যের বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের ৫টি টিম কাজ করছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা পুরো রমজান মাসজুড়ে নগরের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করবেন।

এছাড়া উপজেলা পর্যায়েও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন।

রোববার (৩ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বাংলানিউজকে এসব কথা বলেন।

তিনি বলেন, রমজান উপলক্ষে গত ১ এপ্রিল থেকে মনিটরিং টিম মাঠে কাজ করছে। রমজানে বাজার মনিটরিংয়ের জন্য ৫টি টিম প্রতিদিন মাঠে থাকবে। সকালে ৩টি টিম ১০টা থেকে দুপুর ১টা, বিকালে ২টি টিম দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাঠে থাকবে।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ৩ এপ্রিল, ২০২২
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।