ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেড় লাখ টাকার সেগুন কাঠ জব্দ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
দেড় লাখ টাকার সেগুন কাঠ জব্দ, আটক ২ ...

চট্টগ্রাম: অবৈধভাবে পাচারকালে প্রায় দেড় লাখ টাকার সেগুন কাঠ জব্দ করেছে র‌্যাব। হাটহাজারী উপজেলার খাগড়াছড়ি মহাসড়কের মাটিয়া মসজিদের সামনে থেকে একটি পিকআপ ভ্যানসহ এসব কাঠ উদ্ধার করা হয়।

এসময় দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে হাটহাজারী বন বিভাগ এবং র‌্যাবের যৌথ অভিযানে এ কাঠগুলো জব্দ করা হয়।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযানে চেরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। কাঠের পরিমাণ ৬৪৯ টুকরা, আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।  

হাটহাজারী বন বিভাগের স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বাংলানিউজকে বলেন, অভিযানে একটি পিকআপ ও জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।