ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশের শিক্ষাখাত অনেক এগিয়েছে: নওফেল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মে ৭, ২০২২
প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশের শিক্ষাখাত অনেক এগিয়েছে: নওফেল বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের শিক্ষাখাতে অনেক এগিয়েছে। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন তিনি।

পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা। মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও ভাষা-সাহিত্যেও পাণ্ডিত্য অর্জন করতে হবে।
এতে দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা ব্যাপক ভূমিকা রাখতে পারবে।

শনিবার (৭ মে) সকালে লোহাগাড়া উপজেলায় ইসমাঈল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রী শাখার উদ্বোধন ও কামিল শ্রেণিতে পাঠদানের অনুমতিপ্রাপ্তি উপলক্ষে শুকরানা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সরকার মাদ্রাসা শিক্ষার জন্য আন্তরিক জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, দুই বা চার লাইন ইংরেজি জানলে গৌরব করা যাবে না। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ছোটবেলায় আমার বাবা আমাকে মাখরাজ শিখিয়েছেন। প্রতিবছর ৩ হাজার ৮৪০ কোটি টাকা মাদ্রাসা শিক্ষার জন্য ব্যয় হচ্ছে। আমাদের বিভিন্ন ভাষা শিখতে হবে। ছেলে সন্তানদের আলোকিত মানুষ করতে হলে সব ধরনের ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। মাদ্রাসা শিক্ষা আধুনিকায়ন হতে হবে। জাতিসংঘের অন্যতম ভাষা হলো আরবি।  

মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি ও নোমান গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া ) আসনের সংসদ সদস্য ও আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম, নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেটের ভাইস চেয়ারম্যান ছৈয়দা সুফিয়া খাতুন, ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ মুহাম্মদ জাবের, আবদুল্লাহ মুহাম্মদ জোবায়ের, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু এবং অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেকের যৌথ সঞ্চালনায় শোকরানা মাহফিলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ০৭ মে, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।