ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঢাবির ক-ইউনিটের পরীক্ষায় চবিতে উপস্থিত ৯৫ শতাংশ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুন ১০, ২০২২
ঢাবির ক-ইউনিটের পরীক্ষায় চবিতে উপস্থিত ৯৫ শতাংশ  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ক-ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। উপস্থিতির হার প্রায় ৯৫ শতাংশ।

 

শুক্রবার (১০ জুন) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ক-ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার ৪২২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৯ হাজার ৮৭৬ জন। উপস্থিতির হার ৯৪ দশমিক ৭৬ শতাংশ। অনুপস্থিত ৫৪৬ জন।

পরীক্ষা নৈর্ব্যক্তিক (এমসিকিউ) এবং লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের নৈর্ব্যক্তিক এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা ছিল।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ১০, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।