ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নির্বাচনী প্রচারে আগরতলায় যাচ্ছেন মোদী-হেমা মালিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
নির্বাচনী প্রচারে আগরতলায় যাচ্ছেন মোদী-হেমা মালিনী

আগরতলা, (ত্রিপুরা): আসন্ন নির্বাচন উপলক্ষে বিরোধী দলগুলোকে পেছনে ফেলে একের পর এক তারকা প্রচারকদের এনে ত্রিপুরাবাসীদের তাক লাগিয়ে দিচ্ছে ক্ষমতাসীন দল বিজেপি।  

শনিবার (৪ ফেব্রুয়ারি) আগরতলার দলের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানান নির্বাচন উপলক্ষে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ১৩ ফেব্রুয়ারি রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে, তারিখ অদল বদল হলেও তিনি আসবেন তার নিশ্চিত বলে জানান।

সেসঙ্গে বলিউড অভিনেত্রী হেমা মালিনী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, যোগী আদিত্যনাথ, সর্বানন্দ সোনোয়ালসহ আরও বেশ কিছু নেতারা আসবেন। মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু প্রমুখ আসছেন। সেসঙ্গে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আবারো রাজ্যে আসবেন বলে জানান।

এর আগে অভিনেতা মিঠুন চক্রবর্তীও ইতোমধ্যে রাজ্যে নির্বাচনী প্রচার চালিয়ে গিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।