ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় পর্দা উঠল বাণিজ্যমেলার, অংশ নিয়েছে বাংলাদেশও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
ত্রিপুরায় পর্দা উঠল বাণিজ্যমেলার, অংশ নিয়েছে বাংলাদেশও

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় ৩৪তম শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে। এতে অংশ নিয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কিছু দেশ।

গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজ্যের রাজধানী আগরতলার পাশে হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এ আয়োজনের পর্দা ওঠে। উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক বিকাশে শিল্পক্ষেত্রের উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার দিয়েছে। রাজ্যে এখন শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে। বিনিয়োগকারীরাও রাজ্যে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। বর্তমান সরকারের লক্ষ্য রাজ্যের জিডিপিতে শিল্পের অংশ ৫০ শতাংশে নিয়ে যাওয়া।

মানিক সাহা বলেন, রাজ্যে গত ৫-৬ বছরে গড়ে ২৫-৩০টি নতুন মাঝারি শিল্প কারখানা স্থাপিত হয়েছে। বর্তমানে রাজ্যে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের অধীনে ১৪টি শিল্পনগরীতে ৩১৫টি মাঝারি ও বড় শিল্প ইউনিট চালু রয়েছে। এই শিল্প ইউনিটগুলিতে সাত হাজারেরও বেশি কর্মী কর্মরত রয়েছেন। এর বাইরেও রাজ্যে বহু শিল্প কারখানা রয়েছে।

অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মাদ, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক প্রমুখ।

এবারের মেলায় ৪৪টি আন্তর্জাতিক, ১৩০টি বহির্রাজ্যের, ২৪৬টি স্থানীয় এবং অন্যান্য ৮৩টি সরকারি ও সরকার প্রতিষ্ঠানের স্টলসহ মোট ৫০৩টি স্টল খোলা হয়েছে। মেলা শেষ হবে আগামী ১১ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।