ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জম্মু-কাশ্মীরে শেষ ধাপের বিধানসভা ভোট সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
জম্মু-কাশ্মীরে শেষ ধাপের বিধানসভা ভোট সম্পন্ন

কলকাতা: এক প্রকার নির্বিঘ্নে সম্পন্ন হলো জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন। মঙ্গলবার (১ অক্টোবর) ছিল তৃতীয় তথা শেষ ধাপের ভোট।

এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ। চলে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ৯০টি আসনের মধ্যে তৃতীয় ধাপে ৪০টি আসনে ভোটগ্রহণ হয়।

এর মধ্যে ২৪টি আসন জম্মুর অংশে অর্থাৎ জম্মু, সাম্বা, কাঠুয়া এবং উধমপুর জেলায়। বাকি ১৬টি আসন কাশ্মীরের বাড়মুল্লা এবং কুপওয়ারা জেলায়। তৃতীয় ধাপের ভোটে মোট প্রার্থী ছিলেন ৪১৫ জন। ছিল পাঁচ হাজারেরও বেশি ভোটকেন্দ্র। শেষ ধাপে ভোট দিয়েছেন প্রায় ৩৯ লাখ। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের শতকরা হার ৬৫ দশমিক ৪৮ শতাংশ।

১৮ সেপ্টেম্বর ২৪টি আসনে প্রথম ধাপের ভোট হয়েছিল। দ্বিতীয় ধাপের ভোট ছিল ২৫ সেপ্টেম্বর ২৬ আসনে। এবার নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই দেখা গেছে। একদিকে রাজ্যটির সাবেক ক্ষমতাসীন দল ‘ন্যাশনাল কনফারেন্স’ এবং কংগ্রেস জোট প্রার্থীরা, অন্যদিকে নির্বাচনী ময়দানে ছিল বিজেপি ও আরেক সাবেক ক্ষমতাসীন দল 'পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের’ (পিডিপি) প্রার্থীরা।

এছাড়াও আওয়ামী ইত্তেহাদ পার্টি, জামাত-ই-ইসলামী, পিপলস কনফারেন্স, আপনি পার্টি, ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির মতো কয়েকটি আঞ্চলিক রাজনৈতিক দল এবং স্বতন্ত্র দলের প্রার্থীরাও আলাদা করে নির্বাচনে লড়াই করেছেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১০ বছর পরে কাশ্মীরে বিধানসভা নির্বাচন হলো। জম্মু কাশ্মীরের পাশাপাশি আগামী ৫ অক্টোবর হরিয়ানা রাজ্যের বিধানসভা ভোট রয়েছে। তা শেষ হলে একসঙ্গে দুই রাজ্যের জনমত ফেরত সমীক্ষা প্রকাশিত হবে। তখনই একটা ধারণা পাওয়া যাবে জম্মু কাশ্মীর ক্ষমতায় কে আসতে চলেছে। ফলাফর আগামী ৮ অক্টোবর।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
ভিএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।